চাঁদপুরের হাইমচর উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের (উফশী) জাতের ধান উৎপাদন বৃদ্ধির জন্য বন্যায় ক্ষতিগ্রস্থ আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন, দক্ষিণ আলগী ইউনিয়ন ও চরভৈরবী ইউনিয়নের ৭শত জন কৃষকের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১লা সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ কক্ষে কৃষকের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলায় কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার সুরঞ্জিত বৈষ্ণব, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার প্রবীর চন্দ্র দাশ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ভজন হরি মজুমদার।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীসহ সুবিধাভোগী কৃষকগণ।