শুক্রবার (৯ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার, আলগী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, ব্যবসায়ী জহির মাঝি, ঔষধ ব্যবসায়ীদের পক্ষে মোঃ আব্বাস, উপজেলা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম।

দ্রব্যমূলের উদ্যোগতি, নকল ঔষধ, পরিবহন সমস্যা, বাজার পরিষ্কার পরিচ্ছন্নতাসহ বেশকিছু সমস্যার বিষয়ে চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজার ব্যাবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার, আলগী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, ব্যবসায়ী জহির মাঝি, ঔষধ ব্যবসায়ীদের পক্ষে মোঃ আব্বাস, উপজেলা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, কৃষি বিপণন আইন এবং ভোক্তা অধিকার আইন অনুযায়ী প্রতিটি দোকানে মূল্য তালিকা টানিয়ে রাখতে হবে। এবং প্রতিদিনের বাজার মূল্য সেখানে লিখে রাখতে হবে। এটি জনগণের অধিকার। আইনে সকলকে মানতে হবে। গুদাম থেকে ব্যবসায়ীরা যে কেনো মালামাল ক্রয় করলে অবশ্যই সেই রশিদ দোকানে রাখতে হবে।

এই আইন এতদিন আপনারা মানেননি, আজকে আপনাদেরকে ডেকে জিজ্ঞেস করলাম কেনো নিত্য প্রয়োজনীয়  জিনিসপত্রের দাম এতো বেশি। আপনারা কেউ কিন্তু  আমাকে বলতে পারেননি যে কেনো দ্রব্যমূলের দাম এত বেশি। আমরা এখন থেকে সব বাজার গুলো খুব গুরুত্বসহকারে মনিটরিং করব।তিনি বলেন, পরিবহন সেক্টরে একটি নৈরাজ্য দেখা যায় হাইমচর উপজেলায় যেহেতু কোন বাস নেই, সেহেতু অটো রিক্সা এবং সিএনজি করে যাত্রীরা যাতায়াত করে থাকেন। আমাদের আইন-শৃঙ্খলা মিটিংয়ে এটি নিয়ে অনেকবার কথা বলেছি।

কিন্তু এখনো দেখা যাচ্ছে যেখানে সেখানে অটো রিক্সা, সিএনজি, প্রাইভেটকার যত্রতত্র ভাবে রাস্তার মধ্যে রেখে দেওয়া হয়। নির্দিষ্ট কোন স্ট্যান্ড না থাকায় এ সকল পরিবহন বাজারে সব সময় একটি জ্যাম তৈরি করে রাখে। আইন-শৃঙ্খলা মিটিং এ অনেক নির্দেশনা দেয়া হয়েছিল, যারা সিএনজি স্ট্যান্ড অটো স্ট্যান্ড পরিচালনা করে তাদের কেও আমরা ডেকেছিলাম এখন পর্যন্ত আমরা সেটির কোন সমাধান দেখিনি।

আপনারা যারা এখানে ব্যবসায়ীরা রয়েছেন আপনাদের নিজেদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে যেনো বাজারে একত্রিতভাবে তিনটির বেশি একসাথে সিএনজি, প্রাইভেট কার কিংবা অটো না রাখতে পারে। যদি এর বেশি গাড়ি সড়কে রাখা হয় আপনারা তাদের কে বের করে দিবেন বাজার থেকে। আলগী বাজারে যত্রতত্রভাবে রাস্তার উপরে কোন প্রকারের গাড়ি রাখতে পারবেনা। এবং আপনারা অটো কিংবা সিএনজি স্ট্যান্ডে কোন প্রকারের চাঁদা দিবেন না। যদি তারা জায়গা ক্রয় করে সেখানে অটো কিংবা সিএনজি রেখে স্ট্যান্ড চালাতে পারে তাহলেই তারা তাদের পরিবহন ব্যবসা করতে পারবে।

ঈদ উপলক্ষে কিংবা কোন প্রকারের গ্যাস সংকট, অনেক রাত হয়েছে এ সকল কথা বলে যেনো অতিরিক্ত ভাড়া না নেওয়া হয়।তিনি আরও বলেন, যে সকল ঔষধ ব্যবসায়ীরা নকল এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদেরকে আমরা যে নির্দেশনা দিয়েছি সেটি আপনাদেরকে মানতে হবে। না মানলে দেশের প্রচলিত আইন অনুযায়ী আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, আলগী বাজার ব্যবসায়ীবৃন্দসহ পরিবহন শ্রমিক।