বুধবার বাদ মাগরিব হাজারী গঞ্জ ইউনিয়নের ইসলামিয়া দাখিল মাদ্রাসা হলরুমে হাজারীগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সম্মেলনে প্রধান ও তিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ০৪ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এদেশের নিপীড়িত মানুষের জামাতে ইসলামী ই হবে একমাত্র ভরসা।
তিনি চাঁদাবাজি, লুটপাট ধর্ষণ সহ সকল অন্যায় অত্যাচারের মূল উৎপাটন করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের কাজে অংশগ্রহণ করার জন্য সকল স্তরের মানুষকে আহ্বান জানান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাশেম। উপজেলা যুব ও ক্রীড়া সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মাস্টার আমজাদ হোসেন, সঞ্চালনার দায়িত্ব পালন করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন। উক্ত অনুষ্ঠানে হাজারীগঞ্জ ইউনিয়নের জনসাধারণ উপস্থিত ছিলেন।