ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়। বুধবার (৮ এপ্রিল) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়। বুধবার (৮ এপ্রিল) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনের ইতোমধ্যেই বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করেছেন উপজেলা নির্বাচন অফিস।

তথ্য মতে, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন তারমধ্যে মোঃ লিয়াকত হোসেন বাচ্চু (কাপ পিরিচ) প্রতীকে  ৩৪,৯০৩ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করেছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মশিউর রহমান মামুন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩৩,৪৮১ ভোট।
১৪ শত ২২ ভোট বেশি পেয়ে মোঃ লিয়াকত হোসেন বাচ্চু বেসরকারি ভাবে নির্বাচিত হন।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারমধ্যে মোঃ আলাউদ্দিন মিয়া (মাইক) প্রতীক নিয়ে নির্বাচন করে ২১,১০০ ভোট পেয়ে কে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

তার নিকট তম প্রতিদ্বন্দ্বী বাপ্পি শোয়েব আহমেদ (উড়োজাহাজ) প্রতীকে নির্বাচন করে ১৬,৮১৫ ভোট পেয়েছে। অর্থাৎ ৪২৮৫ বেশি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয় মোঃ আলাউদ্দিন মিয়া।

এছাড়াও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে মোছাঃ শারমিন সুলতানা সাথী (কলস) প্রতীকে নির্বাচন করে ৪২,৯২১ ভোট পেয়ে কে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মোছাঃ মাকতুফা রহমান বেলী, (ফুলবল) প্রতীক নিয়ে নির্বাচন করে ২৩,৮৩০ ভোট পেয়েছে। 
অর্থাৎ ১৯,০৯১ বেশি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয় মোছাঃ শারমিন সুলতানা সাথী।


উপজেলার ১২টি ইউনিয়নে ৭২টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে একযোগে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হয়। ভোট চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

এসব ভোটকেন্দ্রে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বারা ১২ ইউনিয়নে কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছিলো।