কক্সবাজার জেলার,চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল সড়কের প্রধান প্রবেশ মুখে জলাবদ্ধতা নিয়ে ভুক্তভোগী রোগী ও স্থানীয় জনগণ অনেকেই প্রশ্নঃ তুলেছেন।

হাসপাতালে আসা কয়েকজন রোগীর সাথে কথা বললে তারা জানান,নিজের ডায়বেটিস থাকার কারণে চকরিয়া হাসপাতালে প্রতি মাসে মাসে আস্তে হয়, ডায়বেটিস নিয়ন্ত্রণ আছে কিনা পরিক্ষা করে ও  ডায়বেটিসের, প্রেশারের ওষুধের জন্য।  

স্থানীয় মর্নিংপোস্ট  এর রিপোর্টার সাক্ষাৎকার নিতে গেলে তিনি জানান  প্রতিবারেই যখন আসি তখনি পানি দেখা যায়,রোগীর কাছে থেকে সাক্ষাৎকার নিতে দেখা স্থানীয় ফার্মেসীর মালিক-কর্মচারীরা কথা বলতে ছুটে আসেন।(নাম প্রকাশে অনিচ্ছুক) কয়েকজন স্থানীয় ওষুধ ব্যবসায়ী তারা বলেন পৌর-কতৃপক্ষকে  লিখিত অভিযোগ অনেকবার দিয়েছেন কোন সুরাহা হয়নি ।অনেক সময় পানি নিয়ে দোকানে আসা রোগীদের কটু কথা শুনতে হয় বলে জানান।