উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান ফকির তকিয়া শাখার আওতাধীন গাউসিয়া ছাত্র ফোরাম এর ব্যবস্থাপনায় হিজরি নববর্ষ ১৪৪৭ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান ফকির তকিয়া শাখার আওতাধীন গাউসিয়া ছাত্র ফোরাম এর ব্যবস্থাপনায় হিজরি নববর্ষ ১৪৪৭ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ রবিবার (২৯ জুন) সকাল ১১ টার সময় রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের ফকির তকিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এই বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান ফকির তকিয়া সদর শাখার সভাপতি মুহাম্মদ সৈয়দ মিয়া। 

গাউসিয়া ছাত্র ফোরাম এর সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ আবদুল বারেক, হেলাল উদ্দিন ছোটন, সাংগঠনিক সম্পাদক শাহেদুল ইসলাম, অর্থ সম্পাদক শাওন উদ্দীন নিজাম, মুহাম্মদ তুহিন, হাসান মুহাম্মদ ইমরান, মুহাম্মদ আশিক, মুহাম্মদ গিয়াস, মুহাম্মদ নাঈম, মুহাম্মদ রায়হান প্রমুখ। 

এসময় রাউজান ফকির তকিয়া জামে মসজিদ সংলগ্ন রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপন করা হয়।