বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে। সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে, বরিশাল উত্তর জেলার, হিজলা উপজেলার, ৩নং গুয়াবাড়িয়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলী মোঃ জামাল হোসেন আহ্বায়ক বরিশাল উত্তর জেলা কৃষক দল। সভায় সভাপতিত্ব করেন আব্দুল গাফফার তালুকদার আহ্বায়ক হিজলা উপজেলা বিএনপি,
আরো উপস্থিত ছিলেন স,ম, ফারুক হোসেন আহ্বায়ক  হিজলা উপজেলা কৃষক দল। আসাদুজ্জামান খান সজল আহ্বায়ক হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দল। জুয়েল খন্দকার সদস্য বরিশাল উত্তর জেলা কৃষক দল সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষক দল।
স,ম, হুমায়ুন কবির আহ্বায়ক বড়জালিয়া ইউনিয়ন বিএনপি। মোঃ আলতাফ সরদার সদস্য সচিব বড়জালিয়া ইউনিয়ন বিএনপি। আরিফ মাহমুদ রতন আহ্বায়ক আন্ধার মানিক ইউনিয়ন কৃষক দল। মোঃ স্বপন খান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আন্ধার মানিক ইউনিয়ন কৃষক দল। মোঃ হুমায়ুন কবির মোল্লা সাবেক সাংগঠনিক সম্পাদক আন্ধার মানিক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।সহ বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সভা সন্চালনায় ছিলেন মাহাবুবুল হক সুমন তালুকদার সদস্য বরিশাল জেলা যুবদল।প্রধান অতিথি বক্তব্যে বলেন,কৃষক বান্ধব দল হিসেবে বিএনপির সকল নেতৃবৃন্দকে কৃষকের পাশে থাকতে হবে এবং কৃষকের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন এখন ও কিন্তু বিএনপি ক্ষমতায় আসে নাই।তাই সকলের প্রতি অনুরোধ রইল কৃষক শ্রমিক মেহনতি মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনাম ধরে রাখতে মাঠে কাজ করে যেতে হবে।৩নং গুয়াবাড়িয়া ইউনিয়ন কৃষক দল সভাপতি মোঃ কালাম সরদার এর সমাপনী  বক্তব্যে সভা সমাপ্ত করা হয়।