মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১২ টায় হোসেনপুর নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য ময়মনসিংহ বিভাগীয় সহ সংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ, কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া প্রমুখ। সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি'র নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার কর্মী সমর্থক। প্রধান অতিথির বক্তব্যে শরীফুল আলম বলেন, হোসেনপুর উপজেলা বিএনপির সম্মেলনের ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার কথা হয়েছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। হোসেনপুর উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দকে আশ্বস্ত করে তিনি আরো বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে হোসেনপুর উপজেলা বিএনপির একটি স্বচ্ছ কমিটি উপহার দেয়া হবে। তিনি আরো বলেন, আগামী কমিটিতে ত্যাগী নেতৃবৃন্দদের কে মূল্যায়ন করা হবে।