কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯ শে আগষ্ট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার (১৩ আগষ্ট) আসাদুজ্জামান খান অডিটরিয়ামে বেলা ১২ ঘটিকার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত প্রস্তুতি সভায় হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ সদর বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়াসহ জেলা ও হোসেনপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।হোসেনপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে উপস্থিত নেতাকর্মীরা দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।