১০ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা ২০২৫ ইং। ইতিমধ্যেই সকল পরীক্ষা ভ্যানুতে পরিক্ষা গ্রহনে সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। এবার ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ৩০টি উচ্চ বিদ্যালয়ের অংশগ্রহণ করেছে সাধারণ ১৬৩০ জন শিক্ষার্থী, ভোকেশনালে ২৬৮ জন এবং ২২ টি মাদ্রাসা থেকে অংশগ্রহণ করেছে ১১৪৫ জন সহ মোট পরীক্ষার্থী ৩০৪৩ জন। ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের ছলেমা নজীর উচ্চ বিদ্যালয় ফেনী থানার একটি স্কুল ইজ্জতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ মোট সাতটি বিদ্যালয় অংশগ্রহণ করেছেন, মোট পরীক্ষার্থী ২৩৭জন। ছাগলনাইয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও মৌলভী শামসুল করিম কলেজ সহ এই দুটি ভেনুতে মোট পরীক্ষার্থী ১১৪৫ জন। ছাগলনাইয়া বালিক বিদ্যালয়ে একটি ভেনুতে মোট পরীক্ষার্থী ৭৮৪ জন। অন্য দিকে ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ছাগলনাইয়া সরকারি কলেজের একটি ক্যাম্পাস সহ মোট পরীক্ষার্থী ৬০৯ জন এবং সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভোকেশনালের ২৬৮ জন পরীক্ষার্থীসহ ছাগলনাইয়া উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০৪৩ জন। ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোয়াজ্জেম হোসেন, গার্লস পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব তাহেরা বেগম, ইসলামিয়া দাখিল মাদ্রাসার কেন্দ্র সচিব মাওলানা হোসাইন আহমদ, ও ছলেমা নজির উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব বাহাদুর হোসাইন আমাদের সময়কে জানান ইতিমধ্যেই পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে এবার নকলমুক্ত পরিবেশে পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের জন্য ভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে, যেমন মাদ্রাসার শিক্ষকবৃন্দ ডিউটি করবেন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, এবং মাধ্যমিক উচ্চ বিদ্যালয় শিক্ষকবৃন্দ পরীক্ষায় ডিউটি করবেন মাদ্রাসা কেন্দ্রগুলোতে। এবার সারা বাংলাদেশে বৃহস্পতিবার ১০ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে ১৯ লাখ ২৮ হাজারেরও বেশি পরীক্ষার্থী। এ অবস্থায় নকলমুক্তভাবে পরীক্ষা শেষ করতে কর্মকর্তাদের কড়া নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। উল্লেখ্য, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের তিন হাজার ৭৪৯টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১৯ লাখ ২৮ হাজার ২৮১ শিক্ষার্থী। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই নানা বিষয়ে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে একটি চক্র। ১০ এপ্রিল শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়েও প্রশ্নফাঁসের গুজব ছাড়ানোর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সে জন্য সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই- আলম সিদ্দিকী।