সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ টু বাবনিয়া এলজিইডি’র ২ কিলোমিটার আঞ্চলিক ব্লক রাস্তার দীর্ঘদিনের বেহাল দশা এখন যেন সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর ধরে কোনো ধরনের সংস্কার হয়নি এই গুরুত্বপূর্ণ সড়কটির। এতে বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানিতে মাড়িয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহনকে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী বাবনিয়া গ্রামের সেলিম, গণিগঞ্জের রিয়াজ উদ্দিন, রব্বানী, হোসাইন ও আইজুর রহমান বলেন,
"এ সড়ক দিয়ে প্রতিদিন শতশত মানুষ, স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ী চলাফেরা করে। অথচ এত বছরেও রাস্তার দিকে কোনো নজর দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্ষাকালে তো হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়ে।"
স্থানীয়রা জানান, রাস্তাটি একসময় ব্লক দিয়ে নির্মিত হলেও দীর্ঘদিনের অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে এখন তা প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও কোথাও ব্লক উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে গণিগঞ্জ-বাবনিয়া সড়কটি পুনঃনির্মাণ ও সংস্কার করে চলাচলযোগ্য করে তোলা হোক। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।