ব্যাডমিন্টন টুর্নামেন্টে এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


ব্যাডমিন্টন টুর্নামেন্টে এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  উক্ত খেলায় রানার্স আপ চ্যাম্পিয়ন্স ট্রফি সহ আরো সান্তনা মূলক পুরস্কারের ব্যবস্থা করা হয় এবং ট্রফি প্রদান করা হয়। ঝালকাঠি জেলার ৪ নং কেওড়া ইউনিয়নের পিপলিতা গ্রামের তরুণরা উদ্দীপনায় এবং উদ্দীপ্ত সমাজের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়।আসলে এই খেলার মূল উদ্দেশ্য তরুণ সমাজকে খেলাধুলায় মনোযোগ ফিরিয়ে আনা এবং মোবাইলসহ বিভিন্ন অ্যাপস এবং মাদকমুক্ত রাখতে বিভিন্ন খেলাধুলা এবং সামাজিক উন্নয়নমূলক  কাজ গ্রামের উন্নয়ন মানুষের প্রতি সরণশীলতা যুব সমাজের সঠিক উদ্যোগ এর মাধ্যমে সমাজের পরিবর্তন নিশ্চিত করা এ খেলায় উপস্থিত ছিলেন এলাকার সর্বস্তরের মানুষ তারা সহযোগিতা করে খেলা ও পুরস্কার বিতরণী কাজ সম্পূর্ণ করেন পিপলিতা উদ্দিপ্ত সমাজ এর  আয়োজনে তরুণ সমাজের মাদক মোকাবেলায় অপরিহার্য ভূমিকা পালন করে। প্রতিটি সমাজ হয়ে উঠুক মাদক মুক্ত আর তরুণদের খেলাধুলার উৎসাহ প্রদান করা হয়ে উঠুক আমাদের চিরন্তন লক্ষ্য। আর আমাদের স্লোগান হয়ে উঠুক মানবতার সেবায়  সকলের তরে      ঐক্যবদ্ধ আমরা।