গত রবিবার ২৮ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ২ দফা দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনে বসেছে জাবির ৫০ তম আবর্তনের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের অন্যতম সমন্বয়ক ও ছিলেন।
২ দফা দাবি গুলো হলোঃ
১. জাবিতে জুলাই হামলাকারী ও মদদদের বিচার নিশ্চিত করা।
২. অবিলম্বে জাকসু কার্যকর কর।
অনশনের ১২ ঘন্টা পার হয়ে গেলেও কোন পাত্তা নেই প্রশাসনের।
এ সময় অন্যান্য শিক্ষার্থীদের থেকে প্রতিক্রিয়া জানতে চাইলে তারা জানান ছাত্র সমাজের অর্জিত স্বাধীন দেশে যৌক্তিক দাবি আদায়ে এখনো অনশন আন্দলোন সংগ্রাম করা লজ্জাজনক। যে প্রাশন ছাত্রদের রক্তের উপরে এসেছে সেই প্রাশসন দাবিয়ে আদায়ে গড়িমসি মেনে নেয়ার নয়। যদি জিয়া উদ্দিন আয়ানের কিছু হয় তাহলে এর দায় অবশ্যই প্রশাসন কেই নিতে হবে।