আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলায় একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে এই র্যালিতে অংশ নেন কুড়িগ্রাম জেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। র্যালিতে কুড়িগ্রাম জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ), নাজিম খান ইউনিয়ন যুবদল, ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দলীয় নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।র্যালিটি সকাল ১১টায় কুড়িগ্রাম শহরের প্রধান সড়ক দিয়ে অগ্রসর হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। এতে প্রায় সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তারা জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এবং কুড়িগ্রাম জেলার মাটি ও মানুষের নেতা জানাব রুহুল কবির রিজভী আহমেদের ছবি হাতে নিয়ে "বিপ্লব ও সংহতির চেতনা অম্লান রাখো", "গণতন্ত্র মুক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোলন" ইত্যাদি স্লোগান দিয়ে রাজপথ মুখরিত করেন।কুড়িগ্রাম জেলার সাবেক বিএনপির সহ সভাপতি জনাব মোস্তাফিজার রহমান মোস্তফা এক বক্তব্যে বলেন, "৭ নভেম্বরের বিপ্লবের চেতনা জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য অমূল্য। আজকের দিনে আমরা সেই চেতনাকে আরও শক্তিশালী করে তোলার জন্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অবিচল থাকার অঙ্গীকার করছি।র্যালি শেষে নেতৃবৃন্দ সমাবেশে মিলিত হন এবং সেখানে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এই দিবসের গুরুত্ব তুলে ধরেন।