ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলী পাড়া জামে মসজিদের ২য় তলার ছাদ থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার(৬জুলাই) সকালে হাবলী পাড়া জামে মসজিদে মক্তবে পড়তে যাওয়া একটি শিশু মসজিদের দ্বিতীয় তলায় গলায় ওড়না পেছানো মরদেহটি দেখতে পায়,পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে।
শনিবার (৫জুলাই)নিখোঁজ হওয়ার পর বিকাল থেকে খোঁজ করার পরও তার সন্ধান পাওয়া যায়নি,সকালে বাড়ির পাশে হাবলি পাড়া জামে মসজিদের দ্বিতীয় তলায় মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পাওয়া যায়,প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মোছাঃ মাইমুনা আক্তার ময়না(৮)উপজেলার শাহবাজপুর চান্দু মিয়া পাড়ার প্রবাসী আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোরশেদুল আলম চৌধুরী জানান- মসজিদের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।আলামত সংগ্রহ করা হচ্ছে মূল রহস্য পরে বুঝা যাবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এলাকাবাসী এ ঘৃনীত হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।