‘জাতির বিবেক হিসেবে সাংবাদিকদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, পেশাগত নৈতিকতা ও ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

একটি দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। গাইবান্ধার সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাবের সাধারণ সভায় বক্তারা এ কথা বলেন।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় পৌর শহরের বাহিরগোলা জামে মসজিদ মোড় থানা রোডে আইডিয়াল লাইব্রেরির দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের আহ্বায়ক প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক অধ্যক্ষ একরামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, প্রেসক্লাবের সদস্য সচিব সাবেক পৌর মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু। আরও বক্তব্য রাখেন গণমাধ্যমকর্মী শাহজাহান মিঞা, মোশাররফ হোসেন বুলু, খিজির উদ্দিন, মাহফুজার রহমান লেলিন,  রেজাউল ইসলাম, এ মান্নান আকন্দ, ইমদাদুল হক, জাহিদুল ইসলাম জাহিদ, সুদীপ্ত শামীম, শাহ রেদওয়ানুর রহমান, একেএম শামসুল হক, মিজানুর রহমান, সহিদার রহমান জাহাঙ্গীর, সাইফুল আকন্দ, হারুন অর রশিদ, নুরুন্নবী মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, 'সাংবাদিকরা জাতির বিবেক। একটি দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ, ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তাঁরা কেবল সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেন না। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। সাংবাদিকতা পেশা নয়, এটি একটি দায়িত্ব ও দায়বদ্ধতার জায়গা।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা-সংকট ও বাস্তবতার প্রতিফলন ঘটে সাংবাদিকের কলমের মাধ্যমে। তাই সাংবাদিকদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নৈতিক অবস্থান গণতন্ত্রকে শক্তিশালী করে, রাষ্ট্র ও সমাজের প্রতি আস্থা সৃষ্টি করে। রাজনীতির শৃংখলে আবদ্ধ নয়- পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তি-আগ্রহ বা দলীয় সম্পৃক্ততার ঊর্ধ্বে উঠে সংগঠনের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তাঁরা বলেন, সম্মিলিত প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি সাংবাদিকদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়নের একটি প্ল্যাটফর্ম। এর কার্যক্রমকে আরও গতিশীল করতে হলে সকল সদস্যকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। মতভেদ নয়, মতবিনিময়ের মাধ্যমে গড়ে তুলতে হবে একটি শক্তিশালী কার্যকর সংগঠন। যেটি সাংবাদিকদের স্বার্থরক্ষা ও পেশাগত উৎকর্ষে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। উল্লেখ্য, সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে মতবিরোধের কারণে সৃষ্টি হওয়া একাধিক প্রেসক্লাবকে এক প্লাটফর্মে অন্তর্ভূক্ত হয়ে সম্প্রীতি ও সৌহাদ্যের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাবের ব্যানারে প্রায় সকল সাংবাদিকের উপস্থিতিতে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পেশাগত উন্নয়ন এবং প্রেসক্লাবের ভবিষ্যৎ কর্মকৌশল নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।