বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ১৩ জানুয়ারি, বৃহস্পতিবার জামালপুর সদর উপজেলার অন্তর্গত দিগপাইত ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষকদের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্‌ মোঃ ওয়ারেছ আলী মামুন। প্রধান অতিথির বক্তব্যে শেখ মুজিবের শাসনামলে সীমাহীন দুর্নীতিতে সৃষ্ট ভয়াবহ দূর্ভিক্ষ থেকে বাংলাদেশকে পরবর্তীতে খাদ্যতে স্বয়ংসম্পূর্ণ করতে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেয়া বিভিন্ন যুগান্তকারী, দূরদর্শী পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি। এছাড়াও কৃষকদের কৃষিপণ্য সংগ্রহে সহজলভ্যতা, কৃষিতে ভর্তুকিসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের নেয়া নানান ভূমিকা তুলে ধরেন।

উক্ত কৃষক সমাবেশে আরো উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিউর রহমান শফি ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন সহ প্রমুখ।