এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্যকার রোজ মঙ্গলবার উপজেলা প্রশাসন বামনা এর আয়োজনে, বামনা সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্‌যাপনের অংশ হিসেবে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী, জুলাই ৩৬ এর চিত্র প্রদর্শনী, পিঠা উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসা. নিকহাত আরা, উপজেলা নির্বাহী অফিসার বামনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম আজাদ রানা, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বামনা উপজেলা শাখা। উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ ফজলুল হক, সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখা। উপস্থিত ছিলেন সাইফুল্লাহ মানসুর, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনা। উপজেলা শাখাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
এসময় তারা অনুষ্ঠান স্থলের বিভিন্ন উদ্দোক্তাদের স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে বক্তারা আগামীর বাংলাদেশ বিনির্মানে যুবকদের ভুমিকা শির্ষক বিভিন্ন বিষয়ে  আলোচনা ও পরামর্শ দেন। মাদক,দুর্নীতি,সন্ত্রাস নির্মূলে সকলের সচেতনতা তৈরিতে সবাইকে জাগ্রত হতে হবে। বামনা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে যথাযথ মনিটরিং এবং দেশের উন্নয়নে যুবকদের ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করেন। বামনা উপজেলায় খেলার মাঠগুলো উন্মুক্ত ও খেলাধুলা করার উপযোগী হিসেবে তৈরি করার আহ্বান জানান। সাথে সাথে মাদক মুক্ত যুব সমাজ গড়তে ক্রীড়া অঙ্গনের উন্নয়ন করতে আহ্বান জানান বক্তারা।