জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এর আবাসিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে হোস্টেলগুলোর জন্য জেনারেটর সংযোগ স্থাপনের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে জেনারেটর হাউস প্রস্তুত করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের আগেই সম্পন্ন হবে সংযোগ স্থাপনের সকল কার্যক্রম।

নিটারে হোস্টেলে অবস্থানকারী শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যায় জর্জরিত। বিশেষ করে পরীক্ষার সময় এবং গ্রীষ্মকালে এ সমস্যা আরও তীব্র হয়ে ওঠে। এ কারণে শিক্ষার্থীরা বারবার প্রশাসনের কাছে জেনারেটর সংযোগের দাবি জানিয়ে আসছিলেন। এ বিষয়ে এক হোস্টেলবাসী শিক্ষার্থী বলেন, "জেনারেটর সংযোগ আমাদের জন্য একটি আশার আলো। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের দৈনন্দিন জীবন ও পড়াশোনায় ব্যাঘাত ঘটত। অবশেষে এই সমস্যার সমাধান হচ্ছে দেখে আমরা অত্যন্ত আনন্দিত।"

এ বিষয়ে রেজিস্ট্রারের সাথে কথা বললে তিনি জানান, "শিক্ষার্থীদের চাহিদার প্রতি আমরা সবসময়ই গুরুত্ব দেয়ার চেষ্টা করি। প্রতিকূলতা দূর করে দ্রুততম সময়ের মধ্যেই জেনারেটর সংযোগের কাজ শেষ করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ, ঈদের আগেই সকল সংযোগ স্থাপন সম্পন্ন হবে।"এ উদ্যোগ নিটার হোস্টেলবাসী শিক্ষার্থীদের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। শিক্ষার্থীরা প্রশাসনের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।