টাঙ্গাইলের সখিপুরে ছিনতাই চেষ্টার অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কালিদাস ফুলঝুরি পাড়া গ্রামের কাদের মিয়ার ছেলে মনির হোসেন (৩০) ও সখিপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামের বক্তার আলীর ছেলে খোকন মিয়া(৩২)।জানা যায়,ছিনতাইকারীরা শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের রকিবনগর এলাকায় এক ভ্যান চালককে মারধর করে ভ্যান ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন।এসময় অজ্ঞাত পরিচয়ে সখিপুর থানায় ফোন দিয়ে বিষয়টি অভিহিত করলে সখিপুর থানা পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে একজন ছিনতাইকারীকে গ্রেফতার করেন এবং ওই গ্রেফতারকৃতের দেয়া তথ্যের ভিত্তিতে অপর ছিনতাইকারীকেও গ্রেফতার করেন।ওই ভ্যান চালকের নাম আজমত আলী বলে জানা গেছে।ছিনতাই চেষ্টার এ ঘটনায় আহত ভ্যান চালক আজমত আলী স্হানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এবিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ছিনতাই চেষ্টাকারী দুই জনকে গ্রেফতার করে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।