নওগাঁর মান্দায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে

নওগাঁর মান্দায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকালে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের উদ্ধোধন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া।
এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার মোঃ শরীফুল ইসলাম, নওগাঁ জেলা (ভারপ্রাপ্ত) সুপারিনটেনডেন্ট (ইপিআই) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ আঃ ছালাম প্রমূখ উপস্থিত ছিলেন।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ১৪ টি ইউনিয়নের মোট ৩৩৭ টি কেন্দ্রে ৪৫ হাজার ২২৫ জন শিশুকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ২০০ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪১ হাজার ০২৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।