পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গোয়াইনঘাটের জাফলংয়ে ১শ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ফুট প্যাক খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গোয়াইনঘাটের জাফলংয়ে  ১শ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ফুট প্যাক খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে জাফলং আমির মিয়া স্কুল এন্ড কলেজ মাঠে নাদিম মাহমুদের উদ্যোগে  কয়েক জন প্রবাসীর সহযোগিতায় গরীব-দু:খী মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। 
১শ পরিবারের মাঝে প্রায় ২লক্ষ৫০হাজার টাকার চাল,ডাল, তেল, পিয়াজ, দুধসহ ১৬ পদের সামগ্রী বিতরণ করেন। 
উপকারভুগী এক জন বলেন, আমি এক জন অন্ধ মানুষ রমজান মাসে বাচ্চাগো কিছু ভালো মন্দ খাবার দিতে পারি না। নাদিম আমাগরে প্রতি রমজানে ত্রাণ দেয়। রমজান মাসটা হেইডা দিয়া চলি। ঈদের খানিডাউ হইয়া যায় ।  নাদিমরে আল্লাহ যে অনেক দিন বাচাইয়া রাখে। 
উদ্যোক্তা নাদিম মাহমুদ বলেন,আমি অসহায় মানুষকে সহযোগিতা করা নেশার মত হয়ে গেছে।  এলাকার বিত্তবানদের থেকে,বিভিন্ন সংস্থারএবংকি প্রবাসী দের থেকে অনুধান এনে গরীব-দুঃখী মানুষ দেরকে সহযোগিতা করি। আজকেও ১শ পরিবারকে ২লক্ষ ৫০হাজার টাকার ফুড প্যাক ও বিতরণ করেছি। যিনি সহযোগিতা করেছেন উনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ঈদের আগে আরো কিছু অসহায় পরিকারকে ফুড প্যাক দিবো ইনশাআল্লাহ।