দিরাইয়ে উপজেলার উদগল হাওরের বীদগল হাওর উপ- প্রকল্প 'জয়পুর ভাঙা মেরামতকরণ প্রকল্পটি এবার বাদ নদেয়া হয়েছে। বিগত দিনে ৩টি প্রকল্পের মাধ্যমে বাঁধ নির্মাণ কাজ করলেও এবছর এই বাঁধকে আয়োজনীয় উল্লেখ করে প্রকল্প থেকে বাদ দেয়া হয়।
এতে দিরাই উপজেলার উদগণ ও শাল্লা উপজেলার ছায়ার হাওরের কৃষকরা ফসলরক্ষা নিয়ে পড়িত রয়েছেন। জরুরি দিগিতে এখানে বাঁধ নির্মাণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট আবেদন করা হয়েছে বলে জানান, কৃষক অতুল ভৌমিক, রশিদ মিয়া, নীরব দাসসহ অনেকে। হাওরপাড়ের কৃষকরা জানান, জয়পুরের ভাঙ্গা মেরামত করে বাঁধ নির্মাণ না করলে দিরাই উপজেলার উদগল হাওর ও শাল্লা উপজেলার ছায়ার হাওরের বোরো ফসল আগাম বন্যার হাত রক্ষা করা যাবে না।