বৃষ্টির মৌসুমে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক কিন্তু দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল খুলনাতে এবার বৃষ্টি চাপটা বেশি এই এলাকায় মৎস্য চাষ হলো অন্যতম ব্যবসা এক একজনের বিশাল আকৃতির মৎস্যঘের পানির সাথে তাদের বসবাস সারাদিন মাছের যত্ন মাছের খাবার অর্থাৎ মাছ নিয়ে তাদের সংসার অনেকেই ঘর বাড়ী ছেড়ে মৎস্য ঘেরের পাশেই বসবাস করে কারণ ইনকাম সোর্স যখন মাছ থেকেই আসে তাহলে তো সংসার মাছের সাথেই হবে!!
কিন্তু এবারের অতি বৃষ্টির কারণে ঘের মালিকরা পড়েছে বিপদে প্রতিটা ঘের পানিতে উপছে পড়ে মাছ বাহিরে বের হয়ে যাচ্ছে কার ঘের কোনটা চেনাই যেন দায় ""
তাৎক্ষণিক নেট দিয়ে মাছগুলোকে ধরে রাখার চেষ্টা বৃষ্টি আসলেই সবাই পাগলের মতন দৌড়ে যায় ঘেরের পাশে এই বুঝি সব মাছ বের হয়ে যাবে প্রকৃতির কাছে সবাই অসহায় তাই আল্লাহ ছাড়া কোন উপায় এই মুহূর্তে তারা দেখছে না মূলত নদীগুলো বিলীন হওয়ার কারণে এই পরিস্থিতির শিকার প্রতিবছর মাঝে মাঝে ড্রেজার দিয়ে নদী খননের কাজ শুরু হলেও সেটার স্থায়িত্ব বেশিদিন হয় না এলাকার সুইচ গেট গুলোর অবস্থাও নাজেহাল সকল মালিকদের একটাই দাবি এই সমস্যার সমাধান হোক বৃষ্টির মৌসুমী যেন তাদের চোখ দিয়ে আর পানি না ঝরে