চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে প্রথম স্থান অর্জনের কৃতিত্ব দেখিয়েছেন চট্টগ্রাম নগরের বন্দর থানার শিক্ষার্থী সামিয়া হোসাইন সিমিম। সে এবছর মোট ১ হাজার ৩০০ নাম্বারের মধ্যে ১ হাজার ২২৮ নাম্বার পেয়ে চট্টগ্রাম বোর্ডে সকলের শীর্ষে অবস্থান করছেন।
জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম এর ছাত্রী সিমিম৷ তার বাড়ী চট্টগ্রামের বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায়। তার বাবা মোহাম্মদ হোসাইন একজন ব্যবসায়ী। মা নাসিমা আকতার একজন গৃহিনী। সন্তানের এমন অভূতপূর্ব সাফল্যে গর্বিত তারা।
সিমিমের এমন কৃতিত্বে সহপাঠী, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
ফলাফল প্রকাশের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে সামিয়া হোসাইন সিমিম বলেন, ‘চট্টগ্রাম বোর্ডে আমি প্রথম হবো, এটা কল্পনা করি নি। এটি আমার জীবনের অনেক বড় একটি অর্জন। আমার মা-বাবা আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কৃতজ্ঞ আমি।’
ভবিষ্যতে ক্যারিয়ার হিসেবে একজন বিচারকের পেশা বেছে নিতে চান সিমিম। সেই সর্বদা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করাই আমার জীবনের লক্ষ্য বলে জানান এই কৃতি শিক্ষার্থী।
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম এর শিক্ষিকা তাসলিমা ইসরাত হোসাইন বলেন, ‘ছাত্রী হিসেবে সিমিম ছিল অসাধারণ। সে পড়ালেখার প্রতি ছিল খুবই মনোযোগী ও আত্মবিশ্বাসী। তার এমন সাফল্যে আমরা গর্বিত।’
শিক্ষা বোর্ড সূত্র থেকে জানা যায়, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২ দশমিক ৫৭ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৭৩ দশমিক ৫৪ শতাংশ এবং মানবিক বিভাগে ৫৫ দশমিক ০২ শতাংশ।
জিপিএ-৫ পাওয়া ১১ হাজার ৮৪৩ জনের মধ্যে রয়েছে বিজ্ঞান বিভাগে ১০ হাজার ৪৫৮ জন, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ২৪৭ জন এবং মানবিকে ১৩৮ জন শিক্ষার্থী।