চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে কাঁচকোল নামক স্থানে রাতে উপজেলা প্রশাসন (ইউএনও সবুজ কুমার বসাক) থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে অনলাইনে জুয়া (ক্যাসিনো) খেলারত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করেন। 
জানা গেছে,গত ২৬ আগস্ট  রাতের অভিযানে বংগীয় প্রকাশ্য জুয়া আইনে মোবাইল কোট পরিচালনা করে ২ জনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ সময় তাদের কাছ হতে ১১টি মোবাইল, ৩ টি পিসি ও ১ টি মনিটর জব্দ করা। 
আটককৃত ব্যাক্তিরা হলেন : 
১.এস এম শিহাব(২১),পিতা- মোঃ মোখলেছুর রহমান, ২। আল আমিন (২৪), পিতা- আব্দুল বারেক,উভয়ের সাং- কাচকোল,উত্তর খামার,চিলমারী।  আসামী দুজনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। চিলমারী মডেল থানা ওসি আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।