বরিশালের হিজলা উপজেলার ঐতিহ্যবাহী দর্শনার্থীদের স্থান অবহেলায় বিলীনের পথে। স্থানীয়দের থেকে জানা যায় ১৮৯৯ সালে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের কাউরিয়া বাজার সংলগ্ন তৎকালীন জমিদার বরদা-কান্ত মিত্র এ মঠটি নির্মাণ করেন। এখানে তৎকালীন সময়ে হিন্দুরা পূজা করত।একুশটি সিড়ি সম্বলিত সুউচ্চ এ স্থাপনাটি নজর করে স্থানীয় মানুষজন এবং দর্শনার্থীদের। শত বছরের এই মঠটি সংস্কার কিংবা পরিচালনার অভাবে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয় এমপি পঙ্কজ নাথ সরজমিন গিয়ে মঠটি পরিদর্শন করে দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় করে গড়ে তোলার আশ্বাস দেন। কিন্তু কয়েক বছর পেরিয়ে গেলেও সে আশ্বাসের কোন সুফল এখনো মিলেনি। স্থাপনাটি সংস্কারপূর্বক দর্শনীয় স্থানে রূপান্তরিত করতে পারলে পরিবেশগত এবং আর্থিকভাবে দেশ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।