বরিশালের হিজলায় প্রায় ১৭টি 'সাইক্লোন শেল্টার' নির্মাণাধীন রয়েছে। এ সকল নির্মাণাধীন 'সাইক্লোন শেল্টারে' প্রায়ই চুরির সংবাদ পাওয়া যায়।

নির্মাণাধীন 'সাইক্লোন শেল্টার' গুলোর নির্মাণ কাজ আপাতত বন্ধ থাকায় এর তৈরির কাজে ব্যবহৃত প্রায় কোটি টাকার সম্পদ প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না করায় প্রায়ই চুরি হয়ে যাচ্ছে। এমনই একটি চুরির ঘটনা ঘটেছে হিজলা উপজেলার গুয়াবাড়ীয়া ইউনিয়ন  এর অন্তর্গত ৭নং ওয়ার্ড কালিকাপুরে।আজ বুধবার সন্ধ্যায় এলাকাবাসীর হাতে ধরা পরে এক চোর।তারা চোর কে মালামাল সহ হাতেনাতে ধরে ফেলে,অতঃপর ইত্তম-মধ্যম দিয়ে চোরকে ছেড়ে দেন।

বিভিন্ন মাধ্যমে পরবর্তীতে জানা যায় যে,এরকম চুরির ঘটনা অহরহ ঘটে চলেছে 'সাইক্লোন শেল্টার' গুলোতে।এ সকল রাষ্ট্রীয় সম্পদ চুরির ঘটনা এর সাথে সম্পৃক্ত দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলার কারনেই হচ্ছে বলে জানান এলাকাবাসী। এতে করে দেশের স্থাপনা গুলোর নির্মান কাজ ঝুকিপূর্ণ হয়ে যাচ্ছে। তাই এলাকাবাসীর আবেদন, দ্রুত এসকল নির্মাণাধীন কাজ সম্পূর্ণ করা এবং ব্যবহৃত সকল মালামালের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা।