বরগুনা আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে চলা ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্ধারিত সময়ের পূর্বেই হয় ছুটি।
মঙ্গলবার (১৩মে) দুপুরে সরজমিনে গেলে দেখা যায়, উপজেলার চলাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
বিকেল এক টায় জাতীয় পতাকা নামানো ও বিদ্যালয়ের সকল কক্ষ তালাবদ্ধ দেখা যায়। কিন্তু শিক্ষকের দেখা পাওয়া যায়নি।
তবে চলাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা মুঠো ফোনে বলেন, চারু কারু পরীক্ষা থাকায় আমরা আগে ভাগে ক্লাশ নিয়ে ছুটি দিয়েছি।নির্ধারিত সময়ের পূর্বে ছুটি দেয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,এটা আমার ভুল হয়েছে।
এদিকে নাম না বলা শর্তে স্থানীয়দের মধ্যে কয়েকজন জানান, শুধু আজকে নয় প্রতিদিনেই এভাবে স্কুল ছুটি দেয়।বিদ্যালয় পাঠদান ঠিকভাবে হয়না।প্রধান শিক্ষক প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করার সাহস পায়না তারা।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম (টিও) মুঠোফোনে বলেন, চারটার আগে স্কুল ছুটি হতে পারে না। আপনি ছবি পাঠিয়ে দিন,আমি ব্যবস্থা নিবো।