বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়, বরিশাল-১ আসনের সাবেক এমপি এবং বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা, এম জহির উদ্দিন স্বপন এর পরামর্শে, আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল নেতা নাদিম সরদার এর নেতৃত্বে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খাতা কলম বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব খান, সহ সভাপতি লিয়ন কীর্তুনিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন ফকির। উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের মঈন পাইক, রোমান আহমেদ, অংকন জয়ধর, শামীম সরদার, রিদয় সরদার, সজিব সরদার, নিয়াস আহমেদ, কামাল ফকির, সাকিব সরদার, শাহিন বিশ্বাস, ফয়সাল সরদার, আকাশ খান, মিরন খান আরো অনেকেই।