হবিগঞ্জের আজমিরীগঞ্জ ব্রাহ্মণ সংসদ ও যুব কিশোর সংসদের আয়োজনে আজ শনিবার সকাল আনুমানিক ১০ ঘটিকায় আজমিরীগঞ্জ রামকৃষ্ণ মিশনের সামন থেকে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ ব্রাহ্মণ সংসদ ও যুব কিশোর সংসদের আয়োজনে আজ শনিবার সকাল আনুমানিক ১০ ঘটিকায় আজমিরীগঞ্জ রামকৃষ্ণ মিশনের সামন থেকে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।সনাতন ধর্মালম্বীদের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে শুভ জন্মাষ্টমী। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্মের যখন গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখন আমি অবতীর্ণ হয়ে,সাধুদের পরিত্রান,দুষ্টের দমন ও ধর্মকে স্থাপন করি।বিগত ৫০০০ হাজার বছর পূর্বে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে আসছে সনাতন ধর্মাবলম্বীরা। উক্ত শোভাযাত্রায়  উপস্থিত ছিলেন রাজু নাগ, সিনিয়র  সহ সভাপতি আজমিরীগঞ্জ পৌর বিএনপি। আজমিরীগঞ্জ ব্রাহ্মণ সংসদের উপদেষ্টা বাদল কৃষ্ণ ব্যানার্জী, ব্রাহ্মণ সংসদের সহ সভাপতি  রোহিনী ভট্টাচার্য্য, ব্রাহ্মন সংসদের সাধারণ সম্পাদক মাধব চক্রবর্তী, ব্রাহ্মণ যুব  কিশোর সভাপতি সুজন আচার্য্য,সাধারণ সম্পাদক কনৌজ কান্তি ব্যানার্জী,বিশ্ব চক্রবর্তী,প্রশান্ত চক্রবর্তী, বিমল চক্রবর্তী, আকাশ চক্রবর্তী,তাপস দাস,অমর দাস,টিপু বনিক, প্রমূখ।