নেত্রকোনার কলমাকান্দা উপজেলার (২)নং নাজিরপুর ইউনিয়নের   আনন্দপুর আলিম মাদ্রাসার এডহক কমিটিতে জনবিচ্ছিন্ন ও স্বৈরাচারী আওয়ামী দোসর মোঃ আসআত ইকবালকে সভাপতি নিয়োগ করে প্রজ্ঞাপন জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাদ্রাসা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী, এলাকাবাসী এবং জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রনেতা মনিরুল ইসলাম পাভেল, মুহাম্মাদ আমিনুল ইসলাম মন্ডল ও জালাল উদ্দীন শেখ (সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড বিএনপি)।
বক্তারা বলেন, “একজন দলীয়ভাবে বিতর্কিত, স্বৈরাচারী ও জনসমর্থনহীন ব্যক্তিকে শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বে বসিয়ে শিক্ষা ও মাদ্রাসা পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তারা অবিলম্বে ওই প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান এবং বলেন, “প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
বিক্ষোভ ও মানববন্ধনে ব্যানার-ফেস্টুনসহ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ অংশ নেন।