নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ৯ নং ওয়ার্ডের সাবেক তিন বারের জনপ্রিয় মেম্বার আবদুল হাই এর উপর সোমবার ৩০ এ জুন সকাল ৯.৩০ সময় সন্ত্রাসী হামলা ঘটনা ঘটেছে বলে জানান তার ছোট ছেলে কাউসার।

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ৯ নং ওয়ার্ডের সাবেক তিন বারের জনপ্রিয় মেম্বার আবদুল হাই এর উপর  সোমবার  ৩০ এ জুন সকাল ৯.৩০ সময় সন্ত্রাসী হামলা ঘটনা ঘটেছে বলে জানান তার ছোট ছেলে কাউসার। 

কাউসার জানান রামপুর ৫ নং ওয়াড় মোল্লা বাজার নামক স্থানের দক্ষিন পাশে আমেরিকা প্রবাসী মহি উদ্দিন এর মালিকানা ভূমিতে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠি ছুটা নিয়ে পূর্ব প্রস্তুতিতে থাকা সন্ত্রাসী আলতফ হোসেন আজাদ, আবির,আরিফ, লিপি ও রেহানা সহ অজ্ঞাত নামা আরো বেশ কয়েকজন আমার বাবার উপর অতর্কিতভাবে হামলা চালায়।

এ সময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে আমার বাবার মাথা খন্ড বিখন্ড হয়ে পড়ে লাঠি সোটার আঘাতে শরীরের বিভিন্ন অঙ্গ যখন প্রাপ্ত হয়, বর্তমানে আমার বাবা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। 

এ-ই বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মোহাম্মদ ফৌজুল আজিম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এই ঘটনায় একটা অভিযোগ পেয়েছি এবং একজনকে গ্রেফতার করা হয়েছে তদন্ত সাপেক্ষে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।