রাজধানী ঢাকার ব্যস্ততম নগরী আব্দুল্লাপুরে সড়কের বেহাল অবস্থা প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। একটু বৃষ্টিপাত হলেই রাস্তায় জমছে কাদা পানি। রাস্তার বুকে জমেছে উঁচু নিচু মাটির পাহাড়। কাদা ও পানির মিশ্রণে ড্রাইভারেরা গাড়ি চালাতে গিয়ে  অস্বস্তিতে ভুগছেন। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা সাধারণ পথচারীরা যাতায়াত করতে অস্বস্তিতে পড়ছেন নিয়মিত। ড্রাইভার ও সাধারণ পথচারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে হচ্ছেনা রাস্তার সংস্কার কাজ। যার ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা।  রাস্তার অবস্থা ধীরে ধীরে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। রোগীবাহী অ্যাম্বুলেন্স গাড়ী, অফিসের যাতায়াত গামী গাড়ী ও  স্কুল কলেজের গাড়িগুলো ঠিকমতো চলাচল করতে পারছে না। মর্নিং পোস্ট এর পক্ষ থেকে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়,আব্দুল্লাহপুর থেকে জিরাবো, আশুলিয়া পর্যন্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণকাজ চলছে এবং এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শুরু হয় ২০২২ সালের নভেম্বরে এবং গত জুলাই মাসের (২০২৫) তথ্য অনুযায়ী নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে প্রায় সাড়ে ৯ শতাংশ। এ সময় বিভিন্ন গাড়ীর ড্রাইভার ও সাধারণ পথচারীর অভিযোগ করেন, এলিভেট  এক্সপ্রেসওয়ে এর কাজ চলমান থাকলেও, নিচে রাস্তার কোন সংস্কার হচ্ছে না যার ফলে তারা প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে।