আমি বাঁচতে চাই। পৃথিবীর আলো-বাতাসে আমি আমার স্ত্রী-ছেলে নিয়ে বেঁচে থাকতে চাই।
নিজের জীবন রক্ষায় চিকিৎসা সহযোগিতার জন্য এভাবেই করুণ আর্তি জানিয়েছেন খাদ্যনালীতে ইনফেকশনে আক্রান্ত ১ সন্তানের জনক শামীম।
ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় ঢেউখালী ইউনিয়নের বাবুরচর কাচারী ডাঙ্গী গ্রামের শামীম(৩৩) নামের এক যুবক দীর্ঘদিন খাদ্যনালী ক্যান্সার জনিত কারনে ভুগছে।
শামীম ওই গ্রামের হাবিবুর মাতুব্বরের পত্র। সংসারে হাল ধরতে ধার দেনা করে শামীম ২০২০সালে সিংগাপুর যায় চাকুরীর উদেশ্যে। কিন্ত বিদেশে যাওয়ার পরপরই অসুস্থ্য হয়ে পড়ে শামীম। ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে ফেরত আসেন শামীম। স্ত্রী ও ৮ বছরের পুত্র সন্তান নিয়ে খাদ্যনালীতে ইনফেকশন জনিত কারনে তার পিতার জমিজমা টাকা পয়সা দিয়ে চিকিৎসা নিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
প্রতিমাসে চিকিৎসা ব্যয় প্রায় এক লাখ টাকা। কিন্তু চিকিৎসার জন্য এ বিপুল পরিমাণ অর্থ তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
শামীম ইতোপূর্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারে চিকিৎসা নিলেও এখন অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধের উপক্রম। বিশেষজ্ঞ চিকিৎসকগণ খাদ্যনালীতে ইনফেকশন জনিত কারনে অপারেশন করার জন্য পরামর্শ দিয়েছে যার ব্যয়ভার আনুমানিক ১০ লক্ষ টাকা ।
এ অবস্থায় শামীম তার জীবন রক্ষায় সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমের কাছে পাঠানো এক লিখিত আবেদনে তাকে সহযোগিতার অনুরোধ জানান।
সাহায্য পাঠানোর ঠিকানা: শামীম, সঞ্চয়ী হিসাব নং: ৭০১৭৩২৮৫৬৪১৩৮, রাউডিং নাম্বার: ০৯০২৭০৬০৮, ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড (এজেন্ড ব্যাংকিং) বাবুরচর বাজার, সদরপুর, ফরিদপুর। মোবাইল ব্যাংকিং: বিকাশ(পার্সনাল) ০১৭৩৪৮০৩১৩৫, নগদ (পার্সনাল) ০১৭৩৪৮০৩১৩৫,