মঙ্গলবার বাদ জোহর মহাস্থানগড় মাজার মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, সহ-সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ আলী, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সাবু, উপজেলা তাঁতী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ প্রমুখ।
এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের অসংখ্য বিএনপি নেতা-কর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় শহীদ জিয়া ও কোকো'র রুহুের মাগফেরাত কামনা, বেগম জিয়ার সুস্হতা কামনা ও জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।