“আল্লাহ বলতে কিছু নেই” এমন মন্তব্য করেছেন বিতর্কিত নারী তসলিমা নাসরিন। সম্প্রতি তিনি তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্য করেন।

ইসরায়েল-ফিলিস্তিন প্রসঙ্গ টেনে তিনি লিখেন, “দুই বিলিয়ন মুসলমান গাজাবাসীর জন্য দোয়া করেছে আল্লাহর কাছে। আল্লাহ মুসলমানের দোয়া কবুল করেননি। তিনি ইসরায়েলের হাত দিয়ে গাজার আবালবৃদ্ধবনিতাকে খুন করেছেন, গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ না চাইলে ইসরায়েল এই ধ্বংসযজ্ঞ করতে পারতো না। তাই না?

তিনি আরও লিখেন, “আসলে কী জানেন, আল্লাহ বলতে কিছু নেই। আল্লাহ থাকলে গাজার এই হাল হতো না।” তার এই মন্তব্যর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে তৌহিদী মুসলিম জনতা।

শেখ নাজমুল নামের এক ব্যক্তি প্রতিবাদ করে লিখেছেন, ‘জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ, কার কোথায় কীভাবে মৃত্যু হবে তিনি ভাল জানেন, তার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না’- সূরা আল ইমরান।

তিনি আরও লিখেন, ‘আল্লাহ চাইলেই ইহুদিদের স্ট্রোক, হার্ট অ্যাটাক দিয়ে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে, কিন্তু আল্লাহ যখন করছে না তার মানে আল্লাহ চাইছে না। আর আল্লাহ যখন নিজেই চাইছে না তখন আপনি কেন আল্লাহর উপর মাতব্বরি করতে চেয়ে খোদাদ্রোহীর কাজ করতে চাইছেন? আপনি একজন খোদাদ্রোহী। আল্লাহর ইচ্ছা সকল ফিলিস্তিনিরা শহিদ হয়ে সরাসরি জান্নাতবাসী হোক আর এই কাজে সাহায্য করছে ইসরায়েল, যেটা এক ধরনের উপকার ‘।