দিনাজপুর প্রেস ক্লাবে ২৭ আগষ্ট ২০২৫ তারিখ বেলা ১১ ঘটিকায় বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি ( বেলা) এর উদ্দোগে ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের চারা উৎপাদন ও বিপণন বন্ধে নার্সারী মালিকদের উদ্বুদ্ভকরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন বা উষ্ণায়ন বৃদ্ধির পেছনে যে কয়েকটি কারণকে প্রত্যক্ষভাবে দায়ি করা হয়, বন ধবংস বা বন বিনাশ তারমধ্যে অন্যতম। সারা বিশ্বে বন ধবংস, জীববৈচিত্র্যের ক্ষয় এবং বাস্তুসংস্থান ধ্বংসের যে প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে বাংলাদেশও পিছিয়ে নেই। বাংলাদেশ পরিবেশ আইজীবী সমিতি ( বেলা) এসম্পর্কে ৬ টি সুপারিশ করে।
এই গাছের চারা উৎপাদন থেকে বিরত থাকতে নার্সারী মালিকদের উৎসাহিত করা। এই গাছের ক্ষতিকর দিকগুলো নিয়ে গবেষণা করা। এই গাছের ক্ষতিকর দিক সম্পর্কে জনগণকে সচেতন করা। কোনো বিদেশী প্রজাতির গাছ দেশে রোপণের আগে তার ক্ষতিকর দিকসমূহ নিয়ে ব্যাপক গবেষণা করা। গাছ, শস্য, প্রাণী বা অন্য কোনো বিদেশী প্রজাতি বাংলাদেশে পরিচিত করার ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠী, পরিনে বিশেষজ্ঞ এবং পরিবেশ কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া। ইউক্যালিপটাস ও আকাশমণি'র মতো পরিবেশ বিরোধী বিদেশী গাছের বিপরীতে দেশীয় প্রজাতির ফলজ গাছে আর্থিক ও আত্মিক লাভের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা।