বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের অনুশীলনে অংশগ্রহণ করায় ইছাপুর যুব পরিষদের উদ্যোগে উদীয়মান ফুটবলার মোঃ মুসা আল গনির সম্মানে ঐতিহ্যবাহী ইছাপুর ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসায় এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। ৪ঠা জুলাই (শুক্রবার) বাদ জুমা অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ইছাপুর যুব পরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টামণ্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পবিত্র কুরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা সভায় সভাপতির দায়িত্ব পালন করেন ইছাপুর যুব পরিষদের উপদেষ্টা জনাব সাজ্জাদ হোসেন সুলেহ। ব্যাংক কর্মকর্তা জাবের আহমদ রাজন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য প্রদান করেন, ব্যাংক কর্মকর্তা লুৎফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলী মাহবুব, সুলতানপুর মডেল মাদ্রাসার শিক্ষক মোঃ নাজমুল ইসলাম, সুলতানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য আজিজুর রহমান আতিক, বিশিষ্ট ব্যবসায়ী ইমরান কাজিম, প্রবীণ মুরুব্বি হান্নান কাজিম, মুসা আল গণির পিতা আবু আশরাফ গনি, মুসা আল গনি স্বয়ং এবং যুব পরিষদের সভাপতি আনহারুল ইসলাম প্রমুখ।

মুসা আল গনির পিতা আশরাফ আল গনি বলেন, মানুষের জীবনে বয়স কোনো বাধা নয়। অদম্য চেষ্টা থাকলে যেকোনো বয়সে মানুষ সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে। তিনি আশা প্রকাশ করেন, এলাকার তরুণরা মুসা আল গনির মতো নিজ নিজ কাজে সময় ও শ্রম দেবে। পরিশেষে তিনি সমৃদ্ধ সমাজ বিনির্মাণে এবং মুসা আল গনির সার্বিক সাফল্যের জন্য মহান আল্লাহর শুকরিয়া, উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানের এক পর্যায়ে মুসা আল গনি এলাকার কিশোরদের অটোগ্রাফ সম্বলিত ফুটবল উপহার দেন। 

যুব পরিষদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেন জনাব হান্নান কাজিম এবং আজিজুর রহমান আতিক মেম্বার প্রমুখ।

মুসা আল গনি যুক্তরাজ্যে অবস্থিত "লিডস ট্রিনিটি কলেজ" এর মাধ্যমে "ইউএফসিএ" এর অধীনে দুই বছর মেয়াদি ফুটবল প্রশিক্ষণ নিচ্ছেন। তার পৈতৃক নিবাস সিলেটের জকিগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামে। জনাব আবু আশরাফ গণি এর জ্যেষ্ঠ পুত্র মুসা আল গনি খেলাধুলার পাশাপাশি একজন কোরআনে হাফেজ হওয়ার তালিম নিচ্ছেন। ইতিমধ্যে তিনি ১৮ পারা কোরআন মুখস্থ করতে সমর্থ হয়েছেন।