২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব জয়ী অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া'র একটি ফেসবুক স্ট্যাটাস ব্যাপক ভাইরাল হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত স্ট্যাটাসে, ইনবক্সে বার্তা পাঠানো নিয়ে একটি ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।
এক ব্যক্তি অভিনেত্রী পিয়া জান্নাতুলকে উদ্দেশ্য করে কয়েকটি বার্তা পাঠান। আবেগঘন এসব বার্তার কোনো উত্তর না দিয়ে কৌশলে একটি মোবাইল নাম্বার পাঠিয়ে দেন পিয়া।
উক্ত ব্যক্তি লিখেছেন, আমি কোন বেইমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি দুর্বল এবং আপনার
এক অন্ধভক্ত, প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দিবেন না।
তিনি আরো লিখেছেন, আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনি আমার পার্সোনাল বন্ধু ,একান্ত আপনজন। শুধুমাত্র আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরী করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না, আল্লাহর কসম। প্রতিটি মূহুর্ত আপনার দিকে তাকিয়ে আছি।
আশা করি বিশ্বাস করবেন। দয়া করে, আপনার ফোন নাম্বার অথবা
WhatsApp নাম্বার দিন, প্লিজ।
প্রতিউত্তরে পিয়া ০১৭১৩৩৭৩১*১ নাম্বারটি পাঠিয়ে দেন। পরে তিনিই আবার ফেসবুক স্ক্রিনশটে জানিয়ে দেন, এটা গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম্বার।
পিয়ার এই কর্মকাণ্ড ফেসবুক জুড়ে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
একজন লিখেছেন, "এই ভাবেই কত বয়স্ক যুবকের হৃদয় ভাঙ্গে????।"
আরেকজন লিখেছেন, "আপনার এই কাজ করা ঠিক হয়নি। ব্লক করে দিতে পারতেন। পারতেন না বলতে। নিজেকে চালাক মনে করেন। মানুষ তার আবেগ প্রকাশ করলো।"