ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর ৪ আসনে সংসদ পদপ্রার্থী মাওলানা ইচাহাক চৌকদার চরভদ্রাসন উপজেলায় আদর্শ উচ্চ বিদ্যালয় হতে চরভদ্রাসন বাজারে দুপাশের বিভিন্ন ব্যবসায়ীর ওসুশিল সমাজের সাথে সাক্ষাৎ ওলিফলেট বিতরণ৪ই সেপ্টেম্বর বিকাল ৩.০০ঘটিকায় অনুষ্ঠিত হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণ প্রধান অতিথি ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর ৪ আসনে সংসদ পদপ্রার্থী মাওলানা ইচাহাক চৌকদার
গণসংযোগ ও লিফলেট বিতরণ সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদ মাস্টার
ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুরউপজেলা শাখা সেক্রেটারী মুক্তার হোসেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরভদ্রাসন উপজেলা শাখা সভাপতি মুফতি সেলিম হোসেন, সেক্রেটার আব্দুল মান্নান। সংগঠনিক সম্পাদক মোঃ শেখ হাসান। সহ-সভাপতি নাজমুল জাফর মোল্লা ও।শ্রমিক আন্দোলনের সভাপতি মোতাহারহোসেন হোসেন। সহ সভাপতি সাহেবালী।ইসলামী আন্দোলন বাংলাদেশে চরভদ্রাসন উপজেলা উপজেলা শাখার উপদেষ্টা হাজী সানাউল্লাহ ওশহিদ মোল্লা।
দেখা গেছে,ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর -৪আসনের সংসদ পদপ্রার্থী মাওলানা ইচাহাক চৌকদার তিনি বলেন, ইসলামী রাষ্ট্র শাসন ব্যবস্থা কায়েমে ইসলামী মাইন্ডে নেতা নির্বাচিত করে সংসদে পাঠানএবং ইসলামী শাসন ব্যবস্থা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে ভূমিকা পালন করবে। আসুন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
চরভদ্রাসন বাজার জামে মসজিদ জুমা নামাজে পর জুলাই গণঅভ্যুত্থানে নিহতাদের মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত ছাত্র-ছাত্রীদের মাগফেরাত কামনা। জুলাই গণঅভ্যুত্থানে আহতদেরও মাইলস্টোন স্কুল এন্ড কলেজের আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন চরভদ্রাসন বাজার জামে মসজিদের ইমাম মুফতি আব্দুস সবুর ।