সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলার গুনাকারকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদ্রাসার ও পীরবাড়ির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য জশনে জুলুস র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত জুলুস অনুষ্ঠিত হয়।
গুনাকারকাটি পীর সাহেবের দরগা হতে শুরু হওয়া র্যালিটি বের হয়ে সাতক্ষীরা শহর প্রদক্ষিণ করে পুনরায় দরগায় ফিরে আসে। গুনাকারকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ রবিউল ইসলামের নেতৃত্বে দিনব্যাপী এ র্যালি ও মাহফিলে প্রায় দেড় থেকে দুই হাজার ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করেন। সকাল ৭টায় মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুনাকারকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ আরেফুল্যাহ, সহকারী অধ্যাপক আঃ মান্নান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসলেম উদ্দিন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সাইদুল্লাহ চৌধুরী,ব্যাংক ম্যানেজার আবু হাসান বাবলু,ডা: রফিক আহমেদ,অবসরপ্রাপ্ত সেনার সদস্য আবদুল হান্নান, মোঃ মোসলেম উদ্দিন, সহকারী শিক্ষক জিয়াউর রহমান, মোঃ মইন উদ্দিন আসাফুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলার বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ অংশগ্রহণ করেন ।