রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিতে ২৩ সদস্যের প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি ( ভিপি) পদে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ।সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা। সহ-সাধারণ সম্পাদক (এজিএস)
পদে রয়েছেন সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সাব্বির।
রোববার বিকেলে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দিয় সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় শিবিরের সমাজসেবা বিষয়ক সম্পাদক আব্দুল মোহাইমিন।
ঘোষিত প্যানেলের নাম দেয়া হয়েছে সম্মিলিত শিক্ষার্থী জোট। এতে ২৩টি পদ রাখা হয়েছে।