রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গত ১৩ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে ইসি।

রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপন স্থগিত চেয়ে দাখিল করা আবেদন খারিজ করে দিয়েছেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন আজ মঙ্গলবার আবেদনটি খারিজ করে দেন। রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গত ১৩ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে ইসি।

ওই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান, আবদুল মোমেন চৌধুরীসহ ৬ আইনজীবী পৃথক দুটি রিট করেন। তবে হাইকোর্টের একটি বেঞ্চ রিট দুটি শুনতে বিব্রত বোধ করায় তা পাঠানো হয় প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চে পাঠান। তবে শুনানি শেষে গত ১৫ মার্চ রিট দুটি সরাসরি খারিজ করে দেন আদালত। এরপর আইনজীবী এম এ আজিজ খান হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন।