ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থান দিবস’-এর বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৫ আগস্ট) ঈশ্বরগঞ্জে বিজয় শোভাযাত্রা ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে।
বিজয় মিছিলটি দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চরহোসেনপুর গো-হাটা বাজার এলাকায় গিয়ে শেষ হয়। লাল-সবুজের জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্লোগানে প্রকম্পিত হয় ঈশ্বরগঞ্জের রাজপথ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তিনি বলেন, “গত ১৭ বছর ধরে বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করে আসছে। বহু নেতাকর্মী নিপীড়নের শিকার হয়েছেন, গুম-খুন হয়েছেন, কারাবরণ করেছেন। কিন্তু কেউ পালিয়ে যাননি। বরং সবাই আন্দোলনের কর্মসূচি পালনে সক্রিয় ছিলেন। এক বছর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতন ঘটেছে। সেই বিজয়কে আমরা ধরে রাখতে চাই।”
তিনি আরও বলেন, “আমরা আজ ঐক্যবদ্ধ। কেউ এই ঐক্য বিনষ্ট করতে পারবে না। দেশের মানুষ স্বৈরাচারবিরোধী লড়াইয়ে বিএনপির ভূমিকাকে স্মরণ রাখবে। আমাদের বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্ব দেবে। ইনশাআল্লাহ, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।”
সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি বলেন, “দীর্ঘদিন দেশের মানুষ দমন–পীড়নের শিকার ছিল। কিন্তু ঐক্যবদ্ধ গণজাগরণে দেশে গণতন্ত্র ফিরেছে। বিএনপি আগামীদিনেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। দুর্নীতি–সন্ত্রাসমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।”
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, রুহুল আমীন মাস্টার, আহসান পারভেজ, অ্যাডভোকেট শাহ্ জাহান কবীর সাজু, শাহ্ জাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন, শরীফ আবেদীন জায়েদী প্রমুখ।
এদিন একই উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন শহীদদের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, আনন্দ মিছিল ও পুরস্কার বিতরণের মতো নানা কর্মসূচি পালন করে। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এসব কর্মসূচিতে প্রশাসন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ মানুষ অংশ নেয়।
বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সভাপতি মুফতি হাবিবুল্লাহর নেতৃত্বে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখাও বিজয় মিছিলের আয়োজন করে।
ঐতিহাসিক এই দিনে ঈশ্বরগঞ্জ পৌর শহরের প্রতিটি সড়ক ছিল উচ্ছ্বাস, স্লোগান ও প্রতিবাদে মুখর। সমগ্র ঈশ্বরগঞ্জ যেন স্বৈরাচারবিরোধী চেতনায় জেগে উঠেছিল।##