পটুয়াখালীর কুয়াকাটা অঞ্চলের পূর্ব আলীপুর থেকে আজিমপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা বছরের পর বছর ধরে রয়েছে কাঁচা অবস্থায়। বর্ষা মৌসুমে এ রাস্তা পরিণত হয় কর্দমাক্ত বিপদসংকুল পথে।

এই রাস্তার শুরুতেই রয়েছে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ, যেখানে প্রতিদিন শত শত শিক্ষার্থী যাতায়াত করে। রাস্তাটির মাঝামাঝি রয়েছে পশ্চিম দিয়ার আমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি সরকারি কমিউনিটি ক্লিনিক। পথের শেষপ্রান্তে রয়েছে মুসুল্লীয়াবাদ এ.কে মাধ্যমিক বিদ্যালয়।

প্রতিদিন শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষসহ প্রায় ১০হাজার মানুষ চরম ভোগান্তির মধ্যে দিয়ে চলাফেরা করছে। কাদা-পানিতে পা পিছলে পড়ে যাচ্ছে শিশুরা, রোগী পরিবহনে ঘটছে দেরি ও দুর্ঘটনা।

একজন স্থানীয় বাসিন্দা বলছেন,
“এ রাস্তা দিয়ে বাচ্চারা প্রতিদিন স্কুলে যায়। একটু বৃষ্টি হলে আর চলাফেরা করার মতো অবস্থাই থাকে না। আমরা বারবার বলেছি, কিন্তু কাজ হচ্ছে না।”
স্থানীয়দের দাবি, এ রাস্তাটি দ্রুত পাকা করে দেয়া হোক, যেন শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে আসে।
এমন জনদুর্ভোগের চিত্র উন্নয়ন কার্যক্রমের বাস্তব চিত্র তুলে ধরে। কর্তৃপক্ষের সুদৃষ্টি আর পদক্ষেপই পারে এই দুর্ভোগের অবসান ঘটাতে।