কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শরীরচর্চা শিক্ষক মোঃ জালাল উদ্দিনের শেষ কর্ম দিবস উপলক্ষে বিদ্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


বৃহস্পতিবার (৩১ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম ইউসুফ মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মস্তুফা কামালের সঞ্চালনে বক্তব্য রাখেন,  বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল আলম, সিনিয়র শিক্ষক মোঃ ফখর উদ্দিন ভূঞা (ইমরান), মোঃ হাবিবুর রহমান, মোঃ মাহবুবুর রহমান, মোছাঃ মনোয়ারা বেগম, সহকারী শিক্ষক জসিম উদ্দিন, আফসানা জামিল, হাফিজুল হক, মোঃ ওমর ফারুক, আরিফুল ইসলাম, সায়েম খান, রৌশনা বেগম, নাশিদ সুলতানা ও শাহরীন সুলতানা প্রমূখ। 

কান্না জড়িত কন্ঠে বিদায়ী শিক্ষক মোঃ জালাল উদ্দিন বলেন, কি বলে এ স্কুল থেকে  বিদায় নেব তার ভাষা আমি হারিয়ে ফেলেছি। বিদায় বেলায় সহকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিদ্যালয়ে থাকাকালীন সময়ে অসৈাজন্যমূলক আচরন করে থাকলে আমি তার ক্ষমাপ্রার্থী।  
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম ইউসুফ মিয়া তার সমাপনী বক্তব্যে বলেন, বিদায়ী শিক্ষক ১৯৯৯ সালে আমার হাত ধরে এ স্কুলে প্রথম যোগাদান করে এমপিওভূক্ত হক। তিনি অত্যন্ত বিচক্ষনার সহিত দায়িত্ব পালন করে এ স্কুলে তার কর্মজীবন শেষ করেছেন। আমি তার অবসর পরবর্তী জীবন আনন্দের হোক এ কামনায় করি। 
সবশেষে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাফিজুল হকের পরিচালনায় বিদ্যালয়ের অফিস কক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।