মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কলেজ ও বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার বিক্রমপুর আদর্শ কলেজ ও কুচিয়ামোড়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এই নির্মাণকাজ করা হয় বুধবার রাতে।


কলেজের অধ্যক্ষ ওয়াহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, বুধবার সকালে কলেজের মাঠে কে বা কারা পাকা স্থাপনা নির্মাণের কাজ করছিল। বিষয়টি জানার পর আমরা প্রশাসনের সহায়তায় কাজ বন্ধ করি। কিন্তু রাতের আঁধারে ফের এসে তারা পুরো কাজটি সম্পন্ন করে ফেলে।
কলেজের এডহক কমিটির সদস্য জুয়েল জানান, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিম খানের নেতৃত্বে এই স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, এই মাঠ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের খেলাধুলা ও ক্রীড়া চর্চার জন্য ব্যবহৃত হচ্ছে। সেখানে পাকা স্থাপনা গড়ে তোলা খুবই উদ্বেগজনক।
এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত স্থাপনা উচ্ছেদ করে মাঠটি পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে সিরাজদিখান নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, বিষয়টি আমি অবগত আছি যেহেতু  নিষেধ করার পরেও তারা স্থাপনা করেছে আমি সেখানে ব্যবস্থা নেয়ার জন্য এসিল্যান্ডকে পাঠাবো।