ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে “মার্চ ফর জাস্টিস” পালন করেছে খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে একটি শান্তিপূর্ণ পদযাত্রা শুরু হয়। পরে এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা সরকারবিরোধী নানা অভিযোগ তুলে ধরেন। জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু বলেন, > "গত ১৬ বছর ধরে দেশে শাসকগোষ্ঠীর অপশাসন চলেছে। আইনজীবী থেকে শুরু করে সাধারণ ছাত্র-জনতাও নিপীড়নের শিকার হয়েছে। ৩১ জুলাইয়ের এই কর্মসূচি সেই সব নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক।" সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার বলেন, > “ন্যায়বিচারহীন সমাজে টেকসই উন্নয়ন সম্ভব নয়। আইন সবার জন্য সমান—এই নীতির বাস্তবায়নে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।” সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট রিপল চাকমা। এছাড়াও বক্তব্য দেন—জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর, এবং জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম। সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।