সাতক্ষীরা জেলা আশাশুনি থানার উপ-পরিদর্শক (এএসআই) মোঃ তারিকুল ইসলাম (নিরস্ত্র) জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন। রবিবার জেলা মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে তাকে পুরুস্কার প্রদান করেন। 
গত জুলাই মাসে আশাশুনি থানায় অধিক হারে সাজাপ্রাপ্ত, গ্রেফতারী পরোয়ানা তামিল সহ মাদকদ্রব্য উদ্ধার, নিয়মিত মামলা তদন্ত করে তার রহস্য উদঘাটনের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়। এছাড়া তিনি বিভিন্ন থানায় কর্মরত থাকাকালীন সময় একাধিকবার এই শ্রেষ্ঠত্বের পুরস্কারও অর্জন করেছিলেন।